বরের প্রতি কনের অনুরাগ,
বরও শিষ্ট প্রিয়,
বৈধী সদৃশ এমন হ’লেই
তখন বিয়ে দিও ;
বৈধী আচার কুলাচার যা’
পেলে’ সমীচীন,
সন্তান-সন্ততি যেন তোমাদের
না হয় দেখো হীন ;
পালন ক’রো এমনিভাব
শিষ্ট নিয়মনায়—
সুষ্ঠু দীপ্ত জীবন ল’য়
উন্নতিতে ধায়।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, বিবাহ-২২
ভাববৃত্তির নিয়মনায
যে-জন যেমন জীবন পায়,
বংশক্রমিক সেই ধারাই
জীবন-পথে হয় উদয় ৷
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, প্রজনন-১০
অস্খলিত নিষ্ঠারাগ
গুরুর প্রতি থাকে যা’র,
তা’রই তো হয় উৎসর্জ্জন
শিল্প-সুষ্ঠু ব্যবহার।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, চরিত্র-২২
নিষ্ঠানিপুণ রাগ নিয়ে তুই
সেবাপটুর ঊর্জ্জনায়
ইষ্টে অটুট চল র’য়ে রে—
অসৎ যা’ তা’র বৰ্জ্জনায় ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, অসৎ-নিরোধ-৫
অনুসন্ধিৎসা থাকলে মায়ের
সাহচর্য্য, দক্ষ সেবা,
সন্তানের ঝোঁক সেই পথেতেই
উঠবে ফুটে, রুখবে কেবা?
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, সন্তানচৰ্য্যা-১২
পাপে যখন আসে ঘৃণা
আসে আক্রোশ, অপমান,
ইষ্টপ্রাণন ফেঁপে ওঠে
তবেই পাপের পরিত্রাণ ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, ধর্ম্ম-৩৭
জীবন যা’তে ব্যর্থ করে
ব্যর্থই সেটা হ’য়ে রো’ক্,
বিকৃতিতে না টেনে নেয়
এমনতরই রাখিস্ ঝোঁক ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, অসৎ-নিরোধ-১০
ইষ্টটানে সেবার পানে
যা’র প্রকৃতি বয়,
সেবার পথে বৃত্তিগুলি
ইষ্টস্বার্থী হয়,
সেবায় মুখর সেই মহাজন
কর্মমুখর দীপন মনন,
করার পথে সিদ্ধি পেয়ে
কৃপা-সিদ্ধ হয় ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, সাধনা-৮৫
যতটুকু গল্প হ’ল
বলা-কওয়ায় শুনলি যা’,
সেটুকু আগে অভ্যাসে আন্
ক্রমেই আসবে আরো তা’ ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, শিক্ষা-৪০
ভুবনভরা স্বপন দেখে
আশার আশে থাকে যা’রা,
হঠাৎ পাওয়া–বুদ্ধি তা’দের,
তেমনি তাদের চিন্তাধারা।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, চরিত্র-১৫২