যিনি বর্ত্তমান প্রেরিত-পুরুষোত্তম–
তিনি ব্যষ্টি-বৈশিষ্ট্যপালী আপূরয়মাণ পূর্ব্বতনদিগের
কোহিনূরস্বরূপ,
আবার, তিনিই
তাঁ’র ভবিষ্যের ‘স্বাগতম’-প্রেরণা।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
আদর্শ-বিনায়ক, বানী সংখ্যা-১৯৮
দীপ্ত-তেজা আর্যজাতি
পূরণ গড়ন স্বভাবপ্রাণ,
এক ত্রাতা এক মন্ত্র
তন্ত্র একে অধিষ্ঠান ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, আৰ্য্যকৃষ্টি-১৬
সত্তার সাথে সাবধানতায়
নিটোল গেঁথে নিস্ প্রাণে,
আপদ্ যেন না আসে তোর
সাবধানতার অনবধানে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, অসৎ-নিরোধ-৫১
নিষ্ঠারাগের কৃতি-দ্যোতনায়
বিভব আছে শিষ্ট হ’য়ে,
এ-সব কিন্তু সবই আসে
নিষ্ঠা আনুগত্য ব’য়ে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, নিষ্ঠা-১৭
নিষ্ঠারাগের কৃতি-দ্যোতনায়
বিভব আছে শিষ্ট হ’য়ে,
এ-সব কিন্তু সবই আসে
নিষ্ঠা আনুগত্য ব’য়ে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, নিষ্ঠা-১৭
নিষ্ঠা যা’দের অটুট থাকে
শ্রদ্ধা-কৃতি-ভরা প্রাণ,
লোকচর্য্যী হ’য়ে তা’রা
হয়ই ক্ৰমে দীপ্তিমান্ ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, সেবা-২৩
পত্নীতেই কাম রাখিস্ বাঁধা
প্রীতিবন্ধন দিয়ে,
আর সবাতে ছড়াস্ প্রীতি
সাত্বত দৃষ্টি নিয়ে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, দাম্পত্য-জীবন-৮
মিষ্টি কথা ব’লো তুমি
স্নেহে সেবা দিও,
সৎ-পথেতে শ্রদ্ধার দান
পাও যেটি তাই নিও।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, নীতি-১৯
এক বিষয়ে এক ধরণে
কাটলে জীবন নিত্যদিন,
আত্মসুখী বুদ্ধি বাড়ে
প্রজ্ঞাচক্ষু হবেই ক্ষীণ ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, কৰ্ম্ম-কৌশল-৪৭
নিষ্ঠানিপুণ কৃতি যেথা
সমীচীনের সম্বোধে
অনুগতির উৎসারণায়
ব্যতিক্রম যা’ সব রোধে;
অকৃতি আর বিকৃতি যা’
ব্যবস্থিতির বিন্যাসে
দূর হ’য়ে যায়—রাগদীপনী
নিষ্পাদনার উল্লাসে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, অসৎ-নিরোধ-৮৭