কৃষ্টি-পথে অর্জ্জি’ অশেষ জনন যবে সংস্কৃতি পায়, ব্যক্তিত্বের ঐ উৎসৃজনে পুষ্টিপোষণে বিশেষ ধায়; ভরদেশেতে বিশেষ মানুষ হাজার-করা একটি হ’লে, কৃষ্টি-বোধে উন্নয়নে অঢেল তালে দেশটি চলে; বিশেষ পালে বিশেষভাবে সকল দেশের জনপদে, তাইতে বিশেষ স্বার্থ তা’দের বাড়ায় বিশেষ সুসম্পদে; বিশেষ গড়ন কৃষ্টি-ধরণ কৃষ্টিপথেই বিশেষ হয়, বিশেষ নিয়েই বিশেষ ভাগে বর্ণ-থাকের হয় উদয়; বিশেষহারা জাতটি জানিস্ বৃত্তি-চলায় সব খোয়ায়, বিশেষেরে শ্রদ্ধা দানে ছোট্ট যা’রা বিশেষ পায়; বিশেষ পানে নাইকো টান দেখিস্ কোথায় অভ্যুত্থান? বিশেষ জনে রক্ষা করা জানিস্ জাতির ধৰ্ম্ম-মান; প্রতিলোমে এই বিশেষই সর্ব্বনাশে নিকেশ পায়, প্রতিলোমে রাষ্ট্রেও তাই জন্মে ইতর, নষ্ট তা’য়; ওরে বেকুব অজান জাতটি, তাইতো বলি বিশেষ ধর, প্রতিলোমে রুদ্ধ ক’রে বিশেষ জন্মে হ’ তৎপর! ।
Offcanvas menu