কুমিল্লায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭ তম আবির্ভাব-বর্ষ স্মরণ মহোৎসব

সমাচার প্রতিবেদন :

কুমিল্লায় বিশ্ব সৎসঙ্গের প্রাণপুরুষ আপুরয়মান বৈশিষ্ট্যপালী যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭ তম আবির্ভাব-বর্ষ স্মরণ মহোৎসব পালন করা হয়ছে।গত শুক্ররাব (২৪ জানুয়ারি) সৎসঙ্গ  কুমিল্লা শাখার উদ্যোগে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ মন্দির প্রাঙ্গনে এই মহোৎসবের আয়োজন করা হয়।

উৎসবের কর্মসুচির মধ্যে ছিল পুরুষোত্তমের শুভ একশত সাঁইত্রিশতম জন্ম লগ্ন ঘোষণা, সমবেত প্রার্থনা ও শ্রীমন্দির প্রদক্ষিণ, নাম-ধ্যান, শ্রীমদ্ভাগবত পাঠ, লীলা কীর্তন, মাতৃসম্মেলন, ধর্মসভা, সৎসঙ্গ শিক্ষা বৃত্তি প্রদান এবং আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ।

শুকবার বিকেলে আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথি ছিলেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর, পাবনা’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক  শ্রীতাপস কুমার বর্মন (স.প্র.ঋ.)।

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কুমিল্লা জেলা শাখার সভাপতি অধ্যাপক দিলীপ পোদ্দারের সভাপতিত্বে আয়োজিত ধর্মসভায় স্বাগত আলোচক ছিলেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর, পাবনা’র কেন্দ্রীয় ঋত্বিক পরিষদ সচিব শ্রীনিরঞ্জন দেবনাথ (স.প্র.ঋ.)।অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রীবিনয় ভূষণ সাহা। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর, পাবনা কেন্দ্রীয় আশ্রমসহ দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দ উক্ত উৎসবে অংশগ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *