হৃদয়েতে নাইকো প্রীতি
ধৃতি কোথায় অন্তরে,
সঙ্কুচিত হৃদয় তা’দের
স্বার্থ সত্তা কন্দরে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, চরিত্র-২৩
ঋত্বিকতায় সিদ্ধ যারা
নির্ভরযোগ্য জেনো তা’রাই,
শুধু তকমায় ঋত্বিক্ যা’রা
দোষত্রুটিতে পায় কমই রেহাই।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, প্রচারক-৪
শাসিত যদি চাওই হ’তে
শিষ্ট উদ্দীপনায়
শাসক যিনি তাঁর ঈপ্সিতে
চলো সম্বেদনায়।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৭, নীতি-৫৬
কৃতঘ্নে আশ্রয় দেয় অথবা প্রশ্রয়
পরিবার-পরিজন-সহ পায় ক্ষয় ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, বৃত্তিধৰ্ম্ম-১০
চাল-চলন তোর ঋজু রেখে
চলিস্ অনুক্ষণ,
পড়শীদিগের স্বার্থ হ’য়ে
বাঁধিস্ তা’দের মন;
ওৎপাতা সব ঠকপ্রতারক
থাকেই চারিধার,
ছাইয়ের মত উড়বে তা’রা
করবে কী তোমার !
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, বৃত্তি-নিয়ন্ত্রণ-২৯