সৎসঙ্গ আশ্রম পরিদর্শণ করলেন পাবনা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপিত

সমাচার প্রতিবেদন :

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শণ করেছেন পাবনা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি চ্যানেল আই এবং দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার আখতারুজ্জামান আখতার। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় তিনি পাবনা প্রেসক্লাবের কয়েকজন সদস্যদের নিয়ে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শনে যান।

এ সময় তার সফরসঙ্গী ছিলেন ডেইলি অবজারভার পাবনা প্রতিনিধি, পাবনা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু, প্রেসক্লাবের অর্থ সম্পাদক, আরিটিভি পাবনা প্রতিনিধি আবুল কালাম আজাদ, ডেইলি নিউএজ পাবনা প্রতিনিধি মাহফুজ আলম, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য, দৈনিক যায়যায়দিন পাবনা প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকী, দৈনিক আমাদের সময় পাবনা প্রতিনিধি ও সৎসঙ্গ সমাচার এর বার্তা সম্পাদক সুশান্ত কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শ্রীবলাই চন্দ্র সাহা, কার্যনির্বাহী সদস্য শ্রীচিত্তরঞ্জন, সহ-কোষাধ্যক্ষ শ্রীধিশংকর, শ্রীতাপস কুমার সুকুল, শ্রীঅমিত কুমার সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *