গুরুত্যাগে শিষ্টতপা
হ’বিই এটা কে শেখালো ?
ঐ পথেতে চ’লে ফিরে
সত্তাজ্ঞানটি সব হারালো।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৭, সাধনা-১৮
আকুল প্রাণে ব্যাকুল হয়ে
ইষ্টপ্রদীপ যিনি,
জীবন-পথে উছল চলেন—
সিদ্ধ সেবক তিনি।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৭, সংজ্ঞা-১১
শ্বশুর-শাশুড়ী যেমনই হ’ন্
ভক্তি-সেবায় অনুক্ষণ,
তা’দের অভাব-প্রয়োজনে
সবার আগে কর পূরণ;
এমনি ক’রে যতই চলবি
ক্রমে-ক্রমেই দেখবি বুঝবি,
রাখবি তাঁ’দের দীপ্ত করে
নিয়ত রাখবি এইটি ধ’রে,
কত জঞ্জাল-আবর্জনা
পেয়ে নিছক মার্জ্জনা,
উছল প্রাণে তৃপ্তিভরে
রাখবে তোরে দীপ্ত করে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, পুরুষ ও নারী-৪০
করার প্রার্থনা যা’র যেমনটি
প্রীতিও হয় তেমনি তা’র,
ধৃতি-কৃতি যেমনতর
প্রাপ্তিও তা’র তেমনি সার।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, কৰ্ম্ম-২৭
দুর্ব্বলকে পুষ্টি দিয়ে
সবল ক’রে তোল বুক,
চর্য্যারত কৃতিরাগে
উপ্চে উঠুক তা’দের সুখ ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, সেবা-২১