স্থির, ধীর, প্রিয়বাদী,
শাসনও যা’র মিষ্টি,
সমীচীনে শুভে চলে
সেইতো প্রেয়ের সৃষ্টি।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, চরিত্র-৬১
ঊর্জ্জনা যদি থাকেই রে তোর
অস্খলিত নিষ্ঠারাগে,
ইষ্টানুগ কৃতি-স্ফীতি
সঞ্চারিবে তপের যাগে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, ভক্তি-১৯
যে-ধারণায় হ’বি পাকা
আনুষঙ্গিক তা’র,
বিছিয়ে নিয়ে ক্রমান্বয়ে
করবি সমাহার ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, কৰ্ম্ম-কৌশল-৬৮
খেলাধূলা করবি এমন
স্বাস্থ্য ও বোধ তাজা যা’তে,
শ্রদ্ধাভক্তি সদদীপনা
গজিয়ে উঠবে দেখিস্ তা’তে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, স্বাস্থ্য ও সদাচার-৯
তৃপ্ত ক’রে তৃপ্ত হ’বি—
ঈশ্বরের এই গতিবেগ
স্বতঃই দুনিয়ায় শিষ্ট থাকে,
তা’ই তো তাঁহার স্বত:-আবেগ ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, দর্শন-১৪