শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

আকারে তুমি হও না ছোট
    তা’তে কিন্তু কমই ক্ষতি,
বৈধী পথে ধী সেধে তুই
    বেছে নে তোর দিব্য গতি।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, জীবনবাদ-৫৮

আচরণে স্থিতি আসে
     ভাব নিয়ে তা’র সঙ্গে
চরিত্রে সেটা চারিয়ে গিয়ে
     চালায় নানা রঙ্গে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, চরিত্র-২০৬

ইষ্টনিষ্ঠ আনুগত্য কৃতি
    শ্রমপ্রিয়তা যেইখানে,
সমীচীনভাবে সাত্বত গতি
    সহজ-সুন্দর সেইখানে;
প্রীতিপূর্ণ দীপ্ত হৃদয়
    অনুকম্পী চর্য্যা-আবেগ,
স্বভাব-সন্ন্যাসী সেই জনই হয়
    লাগে না তাহার সন্ন্যাস-ভেক ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, ধৰ্ম্ম-৪

এক বংশে জন্ম নিয়ে
    অন্য নামে ভাঁড়িয়ে চলে,
তা’দের সত্তার শিষ্ট চলন
    দুর্ভাগ্যেতেই পড়ে ঢ’লে ;
লোকসমাজ আর ভগবানের
    শিষ্ট দানটি যা’রা হারায়,
সাত্বত যা’ উদ্দীপনা
    ভাগ্য হ’তে তা’রাই তাড়ায় ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, চরিত্র-৪৫ বস্তুবুকের চিৎপ্রগতি
    যতই যেমন ভাঙ্গল,
জড়ের মাঝে জীবনটা তা’র
    ততই তেমনি ডুবল ।
                   -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
                   অনুশ্রুতি-৭, শিক্ষা-৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *