যেথায় তুমি যে-কাজ কর
সাবধানেতে শিষ্ট থেকো,
লক্ষ্য রেখে তা’রপরেতে
কৃতিকে তুমি নিপুণ রেখো ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, কৰ্ম্ম-২৮
গুণগরিমা নিজের যে-সব
গেয়ে বেড়ায় নিশিদিন,
এমন দেখলে বুঝে রাখিস্—
অন্তরে সে বড়ই দীন।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, মনোবিজ্ঞান-২১
সামর্থ্যকে শিথিল করে
ভক্ত-বিটেল সাজে,
ইষ্টেই সে আঘাত হানে
সকলই তা’র বাজে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, কপট টান-৩৩
অস্খলিত নিষ্ঠাসহ
সুন্দর আচার-ব্যবহার,
নিষ্পাদনী কৃতিচর্য্য্যা—
ভাগ্য আনে বিভব তা’র।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, নিষ্ঠা-৪৯
প্রতিটি সত্তা প্রত্যেকের সাথে
স্বতঃ-সঙ্গতির অর্থনায়—
বিপুল সাহসে প্রত্যেকে দাঁড়াক
যা’-কিছু অসৎ বৰ্জ্জনায় ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, সমাজ-৩৭