সমাচার প্রতিবেদন :
বিশ্বজননী মনোমোহিনীদেবীর ১৫৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর পাবনায় ২ দিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার সকাল ১০ টায় ত্রৈমাসিক ঋত্বিক্ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঋত্বিক্ সম্মেলনের সভাপতিত্ব করেন ঋত্বিক সহ-পুরোধা দেব প্রসাদ সুর (সহ প্রতি ঋত্বিক)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঋত্বিক পরিষদের সদস্য অধ্যাপক মহিত বিশ্বাস (সহ প্রতি ঋত্বিক)। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঋত্বিক সচিব শ্রীনিরঞ্জন দেবনাথ (সহ প্রতি ঋত্বিক)। সম্মেলনে দেশের বিভিন্ন জেলার ২ শতাধিক ঋত্বিক অংশগ্রহণ করেন। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর পাবনা-এর তালিকাভুক্ত ২৯২ জন ঋত্বিক রয়েছে।
এর আগে শুক্রবার থেকে দুই দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবারের কর্মসূচির মধ্যে ছিল ভোরে সমবেত প্রার্থনা, প্রার্থনান্তে শ্রীশ্রীজননীদেবীর প্রতিকৃতিতে অর্ঘ্যাঞ্জলি ও প্রণাম নিবেদন, পিতৃ-প্রণাম, শ্রীশ্রীঠাকুর প্রণাম ও অর্ঘ্যাঞ্জলি নিবেদন, ভক্তি-সঙ্গীত ও সদ্গ্রন্থাদি পাঠ, ঋত্বিক সম্মেলন, দুপুরে আনন্দবাজারে মহাপ্রসাদ গ্রহণ, বিকেলে বিশ্বজননী মনোমোহিনীদেবীর জীবনীর উপর আলোচনা, সন্ধ্যায় সমবেত প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ ও ভজন সঙ্গীত অনুষ্ঠিত।
এদিকে বিশ্বজননী মনোমোহিনীদেবীর ১৫৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে পাঞ্জাধারী প্রতিঋত্বিক, সহ-প্রতিঋত্বিক, অধ্বর্য্যু ও যাজকবৃন্দসহ শতশত ভক্তবৃন্দ আশ্রমে এসে সমবেত হন।