সমাচার প্রতিবেদন :
বিশ্বজননী মনোমোহিনীদেবীর ১৫৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর পাবনায় ২ দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার ও শনিবার (৩১ মে ও ১ জুন) দুই দিনের অনুষ্ঠান সূচীতে রয়েছে ত্রৈমাসিক ঋত্বিক্ ও কর্মী সম্মেলন।
কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার ভোরে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। দুপুরে আনন্দবাজারে মহাপ্রসাদ গ্রহণ, সন্ধ্যায় সমবেত প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ ও কীর্তনানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার ভোরে সমবেত প্রার্থনা, প্রার্থনান্তে শ্রীশ্রীজননীদেবীর প্রতিকৃতিতে অর্ঘ্যাঞ্জলি ও প্রণাম নিবেদন, পিতৃ-প্রণাম, শ্রীশ্রীঠাকুর প্রণাম ও অর্ঘ্যাঞ্জলি নিবেদন, ভক্তি-সঙ্গীত ও সদ্গ্রন্থাদি পাঠ, ঋত্বিক সম্মেলন, দুপুরে আনন্দবাজারে মহাপ্রসাদ গ্রহণ, বিকেলে বিশ্বজননী মনোমোহিনীদেবীর জীবনীর উপর আলোচনা, সন্ধ্যায় সমবেত প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ ও ভজন সঙ্গীত অনুষ্ঠিত হবে। এদিকে অনুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে পাঞ্জাধারী প্রতিঋত্বিক, সহ-প্রতিঋত্বিক, অধ্বর্য্যু ও যাজকবৃন্দ আশ্রমে আসতে শুরু করেন।