“পরের সেবায় দিন কাটালি ঘরটি ফেলে উপেক্ষায়, সেবাপ্রাণ মোটেই নস তুই ফিরিস কামের সমীক্ষায়”-১
“চিকিৎসাতে চাস যদি তুই আত্মপ্রসাদ টাকা, টাকায় নজর না দিয়ে তুই রোগীর পানে তাকা।”-২
“ইহলোকে করবি যা’ তুই উন্নতি বা অবনতি, এর ফলই তো করবে রে স্থির পরলোকে তোর গতি।”-৩
“মনের সেবা আগে করিস বাহ্য সেবা তার সাথে, এমনতর করায় জানিস শুভ আশিস পায় সাথে।”-৪
“ধুঁকছে রে ঐ ক্ষুধার কাতর আতুঁর চোখে অবশ পায়ে, যা’ পারিস তুই এই বেলা দে বুভুক্ষুদের পেটের দায়ে।”-৫
“মনকে সৎ-এ উথলে তুলে অভাব পূরণ করলে, সেই সেবা হয় সত্যি সেবা কথাটা কি ধরলে?”-৬
“আপদ বিপদ দেখলে কারো না ডাকতেই যাস সেথায়, যত পারিস মেতনি করিস যা’তে বিপদ কেটেই যায়।”-৭
“পোষণ নেওয়া, পোষণ দেওয়া বাড়িয়ে তোলা জীবন-স্রোত, অসৎ-বিরোধ ক’রে চলা– সত্তা-সেবার চারটি বোধ।”-৮
“পোষণ হয় রাণী, শোষণ চাকরাণী।”-৯
“খাওয়া-দাওয়া চ’লছে ভাল ঘর-কন্না চলছে বেশ পরিবেশকে উপচে তোল নইলে প্রাপ্তি ক্রমেই শেষ।”-১০
—- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।