“ইষ্টে চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতে দীক্ষা চেতন সেবায় চেতন ধন।”-১১
“ইচ্ছাশক্তি করতে প্রবল থাকেই যদি তোর মতি– রোজই করিস ভাল যা তা-ই বাড়িয়ে তুলিস তার গতি।”-১২
“মন যাতে তোর লেগেই থাকে মুগ্ধ হয়েই রয়, তারই প্রীতির চলন-বলন প্রাপ্তি তাকেই কয়।”-১৩
“ঈশ্বর তোরে বাসেন ভাল স্বার্থ তাতে কী? তুই ভাল না বাসলে তাঁরে সবই ছাইয়ে ঘি।”-১৪
“আদর ভরা ফুল্ল বাণী আশার পিনাক হাতে, প্রাপ্তিটাকে আনবি ডেকে তপের আলোকপাতে।”-১৫
“প্রশ্ন আমার অস্তে যাউক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে।”-১৬
“অসীম জানিস সসীম হয়ে সীমায়ে করে বাস, সসীমেতে দেখলে অসীম তবেই কাটে ফাঁস।”-১৭
“ঈশ্বরেরই ডাক এসেছে তাঁর কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হ’ তুই হোক দলিত দুর্মতি।”-১৮
“নাম-নিরতি ভাঙলো যেই বাড়লো মনের ডাঙ্গবাজি, বৃত্তিরোচক যা পেল তায় অমনি সোজা হল রাজী।”-১৯
“কর্মযোগী না হলে তুই জ্ঞানযোগ তোর রবে কোথায়? জ্ঞান-বিজ্ঞান কর্মেরই দান, স্বর্গটাকে মর্তে্য নামায়।”-২০
—- শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।