শ্রীশ্রীঠাকুর বললেন-

“কাজ যে করে, তার সঙ্গে-সঙ্গে আমার আশীর্ব্বাদ ঘোরে। …. আমি তো কেবল বাহন খুঁজি, ভাবি কে আমায় একটু কাঁধে বয়ে নিয়ে বেড়াবে। কিন্তু যেখানে আশ্রয় করতে পারি, তেমনতর কাঁধ বড় পাই না। মানুষ বৌ-ছাওয়ালের বোঝা, খেয়ালের বোঝা, অক্লেশে বইতে পারে, কিন্তু আমার বোঝায় অল্পেতেই কাতর হ’য়ে পড়ে।”  

–আলোচনা প্রসঙ্গে, খন্ড-৩।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *