শ্রীশ্রীঠাকুর বললেন-

“ভগবানের আর এক নাম বিধি। মানুষ যখন বাঁচাবাড়ার বিধিকে অবজ্ঞা করে আত্মবিনাশের বিধিসম্মত পথ অনুসরণ করে চলে, তখন পরমপিতা দয়াপরবশ হয়ে তাদের তা থেকে প্রতিনিবৃত্ত করে সৎপথে পরিচালিত করতে কতভাবেই না চেষ্টা করেন! কিন্তু মানুষ যদি তাঁর কথায় কর্ণপাত না করে, তখন কর্মফলের বিধির করালরূপ ধারণ করে তাদের বিনষ্ট করা ছাড়া গত্যন্তর থাকে না।”  

–আলোচনা প্রসঙ্গে, খন্ড-১১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *